বর্তমান সরকার কর্তৃক ঘোষিত দিন বদলের সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশকে দারিদ্র মুক্ত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকারের আলোকে বর্তমান সরকার স্থানীয় সম্পদ মানব সম্পদকে সর্বত্তোম ব্যবহার করে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে বদ্ধ পরিকর। সেই লক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। একটি বাড়ি একটি খামারের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বত্তোম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে দারিদ্রতা ৪০% থেকে ২০% নামিয়ে আনা। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের ৮৫০০০ হাজার গ্রামের ৫১ লক্ষ দরিদ্র / অতি দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডের মূলকেন্দ্র হিসাবে গড়ে তোলা। গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি মৎস্য চাষ,পশু পালন,হাঁসমুরগী পালন নার্সারী প্রভৃতি জীবিকা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম কর্মী সৃজন করে কার্যকর খামার বাড়ি প্রতিষ্ঠা করা। উক্ত প্রকল্পে মোট সুবিধাভোগীর সংখ্যা ১২০০। তন্মধ্যে ১০০ জনকে গাভী/বকনা ৪৪ জনকে টিন, ৩০eজনকে হাঁস মুরগী এবং ১২০ জনকে শবজি বীজ, ৯০ জনকে গাছের চারা সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস